মাঝে মাঝে কাছের মানুষও
অনেক দূরের হয়,
আপন মানুষেরাও অনেক পর হয়,
সম্পর্কের টান পোড়ানে এমন হয়।
সম্পর্কও ঠিক নদীর মতো
আজ যেখানে গভীর কাল সেখানে চর।
নতুন সম্পর্ক আশা দেখায় সুখানুভূতি র
পুরানো টা ডুবে থাকে স্রোতহীন জলে।
এমনই সম্পর্ক চলে
বছরের পর বছর
যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দী
জীবন থেকে জীবনে।