সব কি দেখি,
সব কি খুঁজি,
সব কি বুঝি,
সব কি জানি,
সব কি মানি,
সবই কি পাই,
তবে এটা সত্যি;
মন্দ বাদে
সবই আমার চাই।

২৫/০৩/২০২০