স্মৃতিপট

স্মৃতি কভু হারিয়ে যায়না
হারিয়ে যায় সময়, স্রোত ও কথা।
যা কিছু বলেছিলাম-
ভুলে যেও, ভুলে যাব
কিছুই হয়নি ভোলা;
সবকিছু আজও আছে
স্মৃতিপটে তোলা।