প্রথমত দেখে শেখা
তারপর-
সহায়তায় শেখা
জেনে শেখা
বাঁচতে শেখা
রাগে শেখা
লোভে শেখা
ক্ষোভে শেখা
প্রতিদ্বন্দ্বিতায় শেখা
পারদর্শিতায় শেখা
হিংসায় শেখা
জ্ঞানার্জনে শেখা
শক্তিতে শেখা
ভক্তিতে শেখা
ভালোয় শেখা
মন্দে শেখা
ছন্দে শেখা
দ্বন্দ্বে শেখা
ঠকে শেখা
জিতে শেখা
চলতে শেখা
বলতে শেখা
শিখাতেও লাগে শেখা
জন্মাবধি শুধুই শেখা।