সেই নামে
তোমাকে আর কে, কি নামে ডাকবে?
আমি যে নামটা দিলাম ''সোনামনি''।
এর চেয়েও কি সুন্দর নাম হয়, বলো?
তাহলে তুমিই ঠিক করে দিও,
আমি তোমাকে সেই নামেই ডাকবো।
যে যাই বলুক
যে যাই ভাবুক
আমি তোমাকে সেই নামেই ডাকবো।
আলতো আদরে
আলতো ভালোবাসায়
আমি তোমাকে সেই নামেই ডাকবো।
তুমি কৌশোরে পা বাড়াও
যুবতী হও
পৌঢ় হও
বৃদ্ধ হও
আমি তোমাকে সেই নামেই ডাকবো।