মানুষ কেন এমন সার্থপর হয়
সার্থের টানে মানুষ অমানুষ হয়ে যায়
কিছুই তো ছিলো না মোদের
যেদিন এসেছিলাম এই ভবে
আবার যেদিন চলে যাব কিবা সাথে রবে।।
তবে কেন এমন হয়
নাই বলে করি হায় হায়
সত্য মিথ্যার ধারি নাকো ধার
না পাওয়ার বেদনায় হই যাই কাতর।।
এমনি করে দিনাতিপাত করে
একদিন চলে যাবো সবকিছু ফেলে
সঞ্চিত সব থাকবে পরে
আমার জায়গা যাবে অন্যের দখলে
সেদিন স্মৃতিরা সব উড়বে ডানা মেলে।।