শাদা হাঁস
বহু দিন ধরে আমার একটা
শাদা হাঁস হতে ইচ্ছে করে।
শুভ্র প্রসারিত পালকে আচ্ছাদিত একটি হাঁস।
হাঁস হয়ে আমি জলে ডুব দিয়ে মাছ ধরবো
জলের উপরে সাঁতার কাটবো
অথচ এক ফোটা জলও
আমার শরীরকে স্পর্শ করবে না,
বহু দিন ধরে আমার এমন একটা
শাদা হাঁস হতে ইচ্ছে করে।
কারণ শাদা হাঁস হলে
আমি বিদ্যাদেবীর বাহন হতে পারবো
আমি দুধের সাথে জলের মিশ্রণ থেকে
শুধু দুধটুকু শুষে নিতে পারবো।
বহু দিন ধরে আমার এমন একটা
শাদা হাঁস হতে ইচ্ছে করে।
যতো ঘোলা জলে সাঁতার কাটি
আমার শরীরে কাদাজল কিছুতেই মিশবে না
আমার ইচ্ছে হলে সাঁতার কাটবো
আমার ইচ্ছে হলে জলে ডুব দিবো
আমার ইচ্ছে হলে উড়াল দিয়ে
পাড়ি দেবো দূর অজানায় ,
বহু দিন ধরে আমার এমন একটা
শাদা হাঁস হতে ইচ্ছে করে।