সবই পর



আমার বাড়ি আমার ঘর
হবে একদিন সবই পর।
থাকবেনা আর বাহাদুরি
করবে সবাই আহাজাড়ি।
গায়ের শক্তি মনের জোর
থেমে যাবে সবই মোর।
মিথ্যা আশায় স্বপ্ন দেখে
চোখের আলো হবে ফিকে।
কর্ণ কুহর থেমে যাবে
ভালো মন্দ একই হবে।
সংসার হবে অসার বিষয়
থাকবেনা কেউ পাশে সহায়।
দিনটা যাবে ভেবে ভেবে
হলোটা কি এই জীবনে।
কত দিলাম কত পেলাম
হারিয়ে আবার কি খুঁজলাম।
আমার বাড়ি আমার ঘর
হবে একদিন সবই পর।