পথচারী
যেদিন থেকে হাঁটতে শিখেছি
সেদিন থেকেই এই পৃথিবীর
এক গন্তব্যহীন পথচারীর
অভিনয় করে যাচ্ছি।
যতই দিন গড়ায় নিত্য নতুন পথের সন্ধান মেলে,
নিত্য নতুন করে চলা শুরু হয়,
কাল নিরবধি এই চলার শেষ নেই,
চলতে থাকে অবিরত।
গ্রীষ্ম, বর্ষা, শীত যেন কিছুতেই
আটকাতে পারে না এই চলা।
সমতল, পাহাড়, সমুদ্র, কান্তার, মরুর বুক চিরে ছুটে চলে জীবনের অবিরত যাত্রা।
ক্লান্তহীন, শ্রান্তিহীন এক দীর্ঘ পরিক্রমায়
আমি এক গন্তব্যহীন পথচারী।