গেট্লকে চড়েছি বহুদিন
বহুপথ করেছি ভ্রমন।
সেখানে দেখেছি-
যাত্রীদের যখন তখন নামায়-ওঠায়।
সহজে কাউকে বিমুখ করে না,
যেখানে "প্রবেশ নিষেধ" লেখা
সেখানেও ঢোকা যায় অনায়াসে
বিনা অনুমতিতে।
হার্টলক লেখা দেখিনি কভু
তবে কেন বারবার হারাই
প্রবেশাধিকার;
নিতান্ত গন্তব্য।