আমার প্রথম সকালে তুমি এলে না
আমার কষ্টের বসতি তুমি দেখলে না
কারন আমি তো অসহায়।
আমার মধ্য দুপুরে তুমি এলে না
কারন তোমার প্রখরতার কাছে
আমি নিতান্তই ক্ষীন ছিলাম।
আমার বিষন্ন বিকেলে
তুমি কেন এলে?
আজ ঝরা ফুলে কেমনে সাজাই বলো ?