ভালোলাগা থেকে জন্ম নেয় ভালোবাসা,
তিল তিল করে গড়ে ওঠা ভালোলাগার
প্রকাশিত যে রূপ ভালোবাসা
তা শ্রদ্ধা আর বিশ্বাসের সুতায় গেঁথে থাক আজীবন।
আমৃত্যু একে অন্যের প্রতি ভালোবাসার
লেনদেনে জড়িয়ে থাকুক জীবনের ছড়ানো পাতা।
দ্বন্দ্ব সংঘাত দূরে থাকুক ভালোবাসা থেকে
মুছে যাক জীবনের যত গ্লানি
কেটে যাক সকল ক্লান্তি।
ভালোবাসার কাছে হেরে যাক
জীবনের দুর্গম পথ।
ভালোলাগার
প্রকাশিত যে রূপ ভালোবাসা
তা ছড়িয়ে থাকুক প্রতিটি অন্তরে অন্তরে
হৃদয়ে হৃদয়।