জানিনা কতটা ঋণী হয়ে গেছি তোমার কাছে,
আজীবন শর্তে ঋণের বোঝাটা
আমার কাছে কতো যে ভারী
কতো যে বিষন্ন হয়ে দাঁড়িয়েছে,
আমার অন্তরে ;
তাও জানিনা।
শোধ দিতে দিতে জীবন শেষ হলেও
হয়তো কোন দিন হতে পারব না ঋণমুক্ত।
আমাকে ঋণী করে কি লাভ তোমার?
কতো পথ চেয়ে থাকবে
আর কতো ঋণী করবে আমায়।
জানিনা,
ঋণী হতে হতে
কোন এক সময় ক্রোক হতে হয় কিনা
তোমার কাছে,
তোমার শর্তে।