আমার শুভাকাঙখী
একদিন আমাকে প্রশ্ন করেছিল,
তুমি কি আমাকে ভালোবাস?
আমিও শান্তভাবে উত্তর দিয়ে বললাম-
তোমার কি মনে হয়,
তুমি কি কিছুই বোঝ না ?
তোমার অনুভবে কি কিছুই টের পাও না?
তোমার স্নায়ুতন্ত্রীতে
এখনো কি কোন শিহরণ মেতে ওঠেনি?
''ভালোবাসা'' একি প্রকাশিত এক শব্দরূপ
নাকি হৃ্দয়ের প্রবল টান;
একান্ত অনুভূতি।
তবে মাঝে মাঝে আমি
ভালোবাসার মানে খুঁজে পাই না।