নারী!
তুমি এতোদিন সবার চোখেই
ধরা দিয়েছ নদী হয়ে
আঁকাবাকা পথে
ভাঙা তীর, চর
ভাটির টানে।