১)
অমন করে বাকা চোখে
আমার দিকে কেন তাকাও,
তুচ্ছ ভরে আমায় দেখে
কি স্বাদ পাও ?

২)
আমি প্রমত্ততায় ভেসে ভেসে
নির্লিপ্ততায় ডুবে গেছি।
অন্ধকারে হাঁটতে হাঁটতে
আলোর পথকে হারিয়েছি।