অনেক দেখা হলো
জীবনের সব গলি পথে হেঁটে হেঁটে,
অনেক পাওয়া- প্রত্যাশায়
কেটে গেছে জীবনের অনেকটা বছর।
ভোগ ও ত্যাগের সকল গন্ডিটাই মাপা হয়ে গেছে
বহুবার,
জানিনা জীবনের গন্তব্যটা
কোথায় গিয়ে দাঁড়ায়।