আমার উপর তোমাকে কতগুলো
অধিকার দিয়েছিলাম;
তুমি নিলে না।
নিলে না-
বা পাশে বসার
বা হাতের কনিষ্ঠাআঙ্গুল
কপালে সিঁদুরের ফোটা
হাতে কঙ্কন
আজীবন ভরণ-পোষণের স্বীকারোক্তি।
মনে মনে আরো কত কি দিলাম।
তুমি নিলে না।
নিলে না-
আমাকে দেখার
চোখে চোখে রাখার
আজীবন ভালোবাসার
সুমাহান দায়িত্বভার।