সব দিবসেরই একটা তাৎপর্য আছে
একটা ভাবনা আছে
একটা শ্লোগান আছে
একটা পর্যালোচনা আছে।
আর এরই মধ্যে ভালোবাসা দিবসের
বিশেষত্বটা যে কি-
তা আমি ঠিক বুঝে উঠতে পারিনা।
ভালোবাসাতো শাশ্বত;
তার আবার কোন বিশেষ দিন হয় নাকি?
আমি সবাইকে সমানভাবে ভালোবাসি,
আজীবন ভালোবেসে যাব।
প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, বিশেষ দিনের তাৎপর্য তুলে
কস্টকে ভুলে থাকার যে “ভালোবাসা দিবস”
ভালোবাসার যে মাপকাঠি নির্ণয়
তা আমি ঠিক মেনে নিতে পারিনা।
আমি জানি, আমি মানি;
ভালোবাসার সুনির্দিষ্ট কোন দিন নেই
কোন সময় নেই
কোন বয়স নেই
কোন জাতি-ধর্ম নেই
কোন ধনি-গরিব নেই
ভালোবাসা শাশ্বত।