পিছুটান

যতই পাচ্ছি
যতই হচ্ছে
পিছু টান মেটে না।
সৎ-অসৎ এর বালাই নেই
দুঃখ মোদের ঘোচেনা।
পিছু টান মেটাতে
হাত টান করি
মুখোশের আড়ালে
নিজেকে গড়ি।
অর্থ আর বৈভবে
হতে হবে সেরা
পিছু টানের হাত টানে
হয়ে যাই সেরা  ।