ফটোগ্রাফ
আজ আমরা মেতে থাকি
ফটোগ্রাফ নিয়ে
ভুলে গেছি অটোগ্রাফের কথা,
চিঠি লেখার ভাষা ;
আবেগ অনুভূতি ফিকে হয়ে
ডিজিটালাইজেশনে,
মনটা কমে ডটকম হয়েছে।
কিছু লেখি বা নাই লেখি
সেল্ফি পোস্ট আর বৃদ্ধাঙ্গুল দেখাতে পারি সবাই।
অটোগ্রাফ থেকে ফটোগ্রাফ
এনালগ থেকে ডিজিটাল
ডিজিটাল থেকে ভার্চুয়াল।
পরিবর্তন আর রূপান্তরের পথে চলি অবিরাম ।