নতুন পৃথিবী
আমি একটা নতুন পৃথিবী চাই
যেখানে থাকবে না করোনার ভয়
থাকবে না ব্লাক ফাঙ্গাস
থাকবে না কোন প্রাকৃতিক বিপর্যয়
থাকবে না কোন মানবিক সহিংসতা।
মানবতার বন্ধনে আবদ্ধ থেকে
ভালোবাসায় আগলে থাকবো
ধনী গরীবের ভেদাভেদহীন জীবনে।
যতোদিন বেঁচে রবো
নির্বিঘ্নে নির্মল অক্সিজেন নেবো
টিকে থাকবো সুস্থ শরীরে
আমৃত্যু ভেজালহীন খাবারে।
আমি এমনই একটা নতুন পৃথিবী চাই।