মনের কথা
অজয় কৃষ্ণ গোমস্তা
সকাল ৭:৪০, ০২/০৮/২১
আমরা এখানে হৃদয় চষে বেড়াই
মনের ইচ্ছে অনিচ্ছার খুনসুটি বলে যাই;
আমরা আমাদের ভালো লাগাকে
সীমানার প্রাচীর ডিঙিয়ে
দূরত্বের ব্যবধান কমিয়ে
একাকার করে নেই।
আমরা দ্বেষ হিংসা ভুলে
জাতি ধর্ম বর্ণ বৈষম্য ভুলে
মনের সাথে মন মেলাই।
অব্যক্ত সুখ-দুঃখ ভাগ করে নেই,
ভালোবাসার বন্ধনে ভালোবাসার টানে
আবদ্ধ হয়ে বারবার ফিরে আসি।
মনের কথাগুলো বলে যাই
কবিতা গান নাচের ভাষায়।
আমরা আমাদের মন খুলে বলি
মন খুলে হাসি
মন খুলে চলি
আমাদের ভালোবাসার পাতায়।