মিথ্যে কথা
আজকাল ভালোবাসার জন্য
সাজিয়ে গুজিয়ে অনেক মিথ্যে কথা বলে প্রেমিক যুগল
একে অপরের জন্য একেবারে মরিয়া হয়ে যায়
শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায় খুব অল্প সময়ের ব্যবধানে।
দেখে মনে হয় এরা খুব ভালোবাসতে জানে
অনেক সময় ধরে ফোনে কথা হয়
ছবি ভিডিও বিনিময় হয় খুব একান্তে।
এখন ভালোবাসার জন্য নদী সাঁতরাতে হয় না।
বিদঘুটে অন্ধকারে দীঘল পথ পাড়ি দিতে হয় না।
মন চাইলেই অনেক কিছু পাওয়া যায় নিমিষে।
ভালোবাসার বন্ধন যতটা না
দৃঢ়
তার চেয়ে মিথ্যে কথা লুকানো থাকে অনেক বেশি।
অর্থ আর সার্থের লোভে
মিথ্যে কথাই আজকালকার ভালোবাসার বেসাতি।