ঘোলা জলে সাঁতার দিয়ে
গায়ে মেখেছি কাদা
স্বপ্নপুরীর মায়াজালে
হয়ে গেছি গাধা।
নিষ্পাপ আর সত্য মনে
এসেছিলাম ভবে
খালি গায়ে মুষ্টিহাতে
কেঁদেছিলাম যবে।
মা শিখাল বাঁচতে মোরে
মুখে দিত খাবার
বাকীরা সব আদর দিয়ে
ডাকতো কাছে আবার।
ভালো থাকার ভালোবাসায়
মিথ্যা মায়ার ছলাকলায়
ছুটছি দিবারাত্রি।
অকুল পাথার পাড়ি দিয়ে
হলাম পথের যাত্রী।