মধুসূদন এর মৃত্যু
(আমার বন্ধু মধুসূদন এর অকালে মৃত্যতে)
মাঝে মাঝে এক কাপ রং চা
কখনও একটু ঠাট্টা করা হতো
সহপাঠী হিসেবে।
ছাত্র জীবন খুব পড়ুয়া একজন ভালো ছাত্র ছিলো সকলের কাছে
পড়াশোনা শেষ করে মস্তিষ্ক ফল্ট করায় চাকুরী করা আর হয়ে ওঠেনি।
তবুও জীবনটা চলছিল
মাঝে মাঝে এক কাপ রং চা
ওর ভারী পছন্দ ছিলো।
আজ ব্রেইন স্টোক
মধুর জীবন টা কেড়ে নিল।
জীবনে কিছুই হলো না
কিছুই পেল না।
পৃথিবীতে আসল
কদিন ঘুরে ফিরে দেখল
আবার অসময়ে চলে গেল।