মা, মাটি ও মানুষ
27/05/2018

আমি হেরে যাই আমার মায়ের কাছে
যে কিনা আমাকে গর্ভে করেছে ধারণ
দুগ্ধ দানে বাঁচিয়েছে প্রাণ।
করেছে লালন সুখে কিংবা দুখে
বিপদে কিবা অসুখে।

আমি হেরে যাই মাটির কাছে
যে কিনা আমাকে খাদ্য,জল ও বায়ু দিয়ে
পরিপুষ্ট করে গড়েছে জীবন।

আমি হেরে যাই মানুষের কাছে
নিজের কাছে;
কারণ স্বজাত ধর্মের কাছে আমি মানুষ।
আমার বিবেক আছে, মনুষত্ব আছে।
আমি যা খুশি তাই করতে পারিনা।
বেঁচে থাকার অধিকারের নিমিত্বে
কখনও হার মেনে নেই অনায়াসে
কখনও কঠোর পরিশ্রমে সফলতা পাই।
আমি মানুষ, সব প্রাণী থেকেই আলাদা।
আমার সমাজ আছে, সভ্যতা অাছে,
সম্মান আছে, অপমান আছে।
মানুষের কাছেই আমি হেরে যাই,
মানুষের কাছেই আবার ভালোবাসা পাই।
মানুষই আমাকে কাছে টানে,
আবার দূরে ঠেলে দেয়।
আমি হেরে যাই বারবার
মা, মাটি ও মানুষের কাছে।