লাভ - ক্ষতি
সবাই শুধু লাভ খুঁজে বেড়াই
লাভকেই কেবল টানি,
লাভের সাথে ক্ষতির যে ভাব
তা কি সবাই জানি?
লাভের সাথে ক্ষতির হিসেব
একই সুতায় গাথা,
ক্ষতি বাদে লাভের হিসেব
ঘুরাবে শুধুই মাথা।
জীবন তো নয় শুধুই লাভের
ক্ষতির ভাগও আছে
ক্ষতি ছাড়া লাভের হিসেব
অাশা করাই মিছে।
লাভ-ক্ষতির এই দোলাচলে
চলছে জীবন সবার
ক্ষতির সাথে পাল্লা দিতে
চলছি সবাই দুনির্বার।