চলো, গাছটার নিচে বসা যাক। আর হাঁটতে ভালো লাগেনা।
আচ্ছা, তাই চলো।
দেখ, আকাশের মেঘগুলো কত স্বাধীন। ওদের বাধা দেয়ার কেউ নেই। বকগুলো কত স্বাধীনভাবে উড়ে চলছে।
আমি যদি পাখি হতাম! নীল আকাশটা আমার হতো। যখন খুশি উড়ে বেড়াতাম
যেদিক দু'চোখ যায় উড়ে যেতাম। বন্দি জীবন আর ভালো লাগেনা।
কেন তুমি কি পরাধীন?
না, আমি হয়ত খাঁচায় আবদ্ধ কোন পাখি নই। কিন্তু আমি কতটা স্বাধীন তা আমিই জানি।
চলো, পালিয়ে যাই। কেউ আমাদের খুঁজে পাবেনা।
ইচ্ছে করলেই কি পালানো যায়। এই সমাজ সংসার বড়ই বিচিত্র। তাছাড়া নারী হয়ে জন্মেছি। মায়ার বাঁধনে আটকা পড়ে আছি।
আমার প্রতি তোমার নির্ভরতা নেই। আমার হাতটা ধরতে কি ভয় পাও?
ভয় পাবো কেন? তাহলে কি এখানে আসতাম।
তবে সন্দেহ কেন? আমি কি তোমাকে ভালোবাসি না? তোমার কি বিশ্বাস হয়না? আমি তোমার জীবনের ভার বহন করতে পারি।
পারবেনা কেন?
দেখি, তোমার হাতটা দাও। একটু ছুঁয়ে দেই। কতদিন - তোমার হাত ধরিনি।
তা হাতটা ছুলে কি হবে শুনি।
তোমার হাতটা ধরলেই কেন জানি তোমাকে নিজের মনে হয়। তুমি জানো! তুমি আমার কত আপন।
আপন না ছাই! নিজের কাছে নিতে পারে না আবার কথা! আমার একা একা আর ভালো লাগে না।
সে তুমি বুঝবে না।
তোমার বুঝ নিয়ে তুমি থাকো। আমি যদি হারিয়ে যাই?
না, তুমি হারাতে পারবে না। আমি যে তোমায় বেঁধে রেখেছি।
তুমি কি দিয়ে বাঁধলে, শুনি।
কেনো, মায়ার বাঁধনে!
সত্যি, তোমার ভালোবাসার জালে ফেঁসে গেছি।
না, দু'জনে একই জালে ফেঁসে আছি।