আমি তোমাদের মতো কেউ না
আমি তোমাদের মধ্যেও কেউ না।
নিজস্বতা নিয়ে এই পৃথিবীর বুকে এসেছিলাম, আজও আছি।
শুধু তোমাদের সাথে খাপ খাইয়ে চলতে শেখার চেষ্টা করছি।
তোমাদের ভালো লাগার জন্য
তোমাদের সাথে যাতে আমার মতবিরোধ নাহয়।
তোমাদের জন্য কিছু কল্যাণকর কাজ
রেখে যেতে পারাটা আমার জন্মের সার্থকতা।
আমি একা
আমার চারপাশে তাকিয়ে রয়েছে অসংখ্য জন।
সবাই আমাকে দেখছে আমি কি করছি,
আমি যখন তাদের জন্য কিছু একটা
করতে পারি তারা হাততালি দেয়,
প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে।
আর যখন ব্যত্যয় ঘটে তখন ঘৃণার থুৎকার আমার মুখে লাগে
অবনত মস্তকে পৃথিবীতে বেঁচে থাকতে হয়।
তাহলে কি দাঁড়াল আমি এবং আমার কর্মই সব।
আসলে আমার কেউ নেই কিছু নেই
কর্মের মাঝে আমি সকলের।