কখনো কখনো অনেকের ভীরে
যখন নিজেকে খুঁজে পাই না
তখন মনে হয় আমি যেন নেই।
এই সুন্দর পৃথিবী থেকে
আমি অনেক দূরে হারিয়ে গেছি।
আসলে এটাই তো সত্যি!
কদিনের এই পৃথিবীতে
ক'জনই বা আমাকে মনে রাখবে।
মনে রাখার মতোইবা আমি কি করেছি ;
মনে রাখতে হলে যা যা দরকার
আমার তো তার কিছুই নেই।
মিথ্যা কেন স্মৃতি দোলায় চড়তে চাই,
চিরঞ্জীব হতে চাই।
মানুষ হলেই তো সবার মান থাকে না
আমি তেমনই এক বেমানান।
যারা আমার শুভাকাঙ্ক্ষী কেউ কিছু মনে করো না
আমি রাগ, ক্ষোভ, দ্বেষ নিয়ে কিছু বলছি না।
আসলে যা কিছু আমার প্রাপ্য
তা শুধু অনুভব করছি আর লিখছি।
আমি তোমাদের সাথে থাকতে,
তোমাদের সাথে একটা সেলফি তুলতে গেলে
যখন কেউ আমাকে টপকে সামনে ওঠে
আমি পিছনের সারিতে পড়ে যাই
তখনই মনে হয় সক্ষমতায় আমি
অনেকের চেয়ে পিছিয়ে।
আসলে যখন নিজেকে খুঁজে পাই না
তখনই মনে হয় অসার পৃথিবীতে আমি কে?
কোন স্বপ্ন দেখে আমি বেঁচে থাকি।