কিছুই থাকে না মনে
হাড়িয়ে যায় সবই সময়ের বনে
মাঝে মাঝে উঁকি দেয়
স্মৃতিতে কথা কয়।
ক্ষুদ্র জীবনের দীঘল মুহূর্ত
বারেবারে ফিরে আসে
আবার চলে যায়।
আলো আঁধারে মিশে থাকে
নানা ঘটনার দৃশ্যাবলী।
আমিও হারাই
মরে যাই
আবার বেঁচে উঠি
কিছুই থাকে না মনে;
মরি-বাঁচি সময়ের সাথে
পলে-পলে ক্ষণে-ক্ষণে।