কে ভালোবাসে
কে আমাকে ভালোবাসে ?
কেউ না!
আমি কারো নই
কেউ আমার নয়।
সবাই যার যার মতো
সুবিধা আদায়ে
আমাকে ব্যবহার করে মাত্র।
সবাই আমরা প্রকৃতির সৃষ্টি
যার যার প্রকৃতি ধর্মের কাছে
নিজেকে উৎসর্গ করি।
নিজেকে নিয়ে অনেক কিছু ভাবছি।
আসলে আমার কিছু নেই,
কেউ নেই।
আমি শুধু আমার
আমি আমাকেই ভালোবাসি
আমার ভালোর জন্য
আমার ভালো থাকার জন্য
যা কিছু করে যাচ্ছি।