তোমাকে আজ খুব ভালো লাগছে ঠোঁট দুটো সুন্দর রাঙিয়েছো, ভ্রুটা যা টানছো না! চোখ দুটো আরও মায়াবী লাগে।
তোমার তো আমার সবই ভালো লাগে। বলোতো, আমার কি কি খারাপ গুণ আছে?
হ্যা আছে, মাঝে মাঝে আমার সাথে খুব রেগে যাও। ফোনটা বন্ধ করে রাখো।
আমি তোমার সাথে রেগে যাই কেন আর ফোনটাই বা বন্ধ রাখি কেন? দোষটা কি আমার না তোমার?
তুমি বুঝতে চাওনা। যখনি ব্যস্ত থাকি তখন ফোনটা ধরতে পারি না।
আমি তখন তোমাকে কথা বলতে বলিনা। শুধু এতোটুকু বললেই হয় আমি কাজে আছি। আর এ-ই ক'টায় ফ্রী হবো। ফ্রী হয়ে কলটা দিলেই তো হলো, ব্যাস।
আর ভুল হবেনা লক্ষ্মীটি। আই এ্যাম রিয়ালি সরি।
তুমি এভাবে অনেক বার সরি বলেছ আর ভুলে গেছো।
তাহলে এখন কি শাস্তি দেবে শুনি ফাঁসি না যাবজ্জীবন?
থাক, আজও ক্ষমা করলাম। জানো তুমি যথা সময়ে কথা না বললে শুধু মনটা খারাপই হয়না প্রচন্ড কষ্ট পাই।
আর কখনো কষ্ট দেবোনা, আজ থেকে প্রমিজ করলাম।
মনে থাকে যেন।
মনে না থাকলে তুমি মনে করিয়ে দিবে।
কত দায় পড়েছে আমার!
পৃথিবীতে কেউ একা ভালো থাকতে পারে না। কারো সাহায্য, কারো সহমর্মিতা, কারো ভালোবাসা প্রয়োজন।