জল কথন
জল থেকে জলের জন্ম
তবু তাকে শিশির বলি
জল থেকে চলের জন্ম
তবু তাকে মেঘ বলি
জল থেক জলের জন্ম
তবু তাকে বৃষ্টি বলি।
জল যখন পাহাড় গড়ায়
তখন তাকে ঝর্ণা বলি।
জল যখন খেতে গড়ায়
তখন তাকে সোতা বলি।
সোতা যখন বড় হয়
তখন তাকে খাল বলি।
খাল যখন বড় হয়
তখন তাকে নদী বলি।
নদী যখন বড় হয়
তখন তাকে সাগর বলি।
সাগর যখন বড় হয়
তখন তাকে মহাসাগর বলি।
সৃষ্টি আর প্রলয়ে কিছুই নেই,
কেবলি জলকেলি।
জলের সাথে মিশে চলি
জলের সাথে বেড়ে চলি।