জীবনটা কিছু নয়
আমি কার সাথে দেব আড়ি
আমার আছে কে?
কী নিয়ে আমার এত অহংকার
আমার আছে কী?
ক্ষয়িষ্ণু শরীর
ব্যর্থতা, পতন, ধ্বংস
এই তো সব!
জীবনের জয়গান
চেতনা, প্রেরনা,
উঠে দাঁড়ানোর অদম্য সাহস
এই তো সব!
হা পিত্যেস আহাজাড়ি করে
কী লাভ?
বেধে দেয়া কিছু সময়
দিনাতিপাত করার নামই তো জীবন।
হাহাকার করে কখনও কখনও
কান্নায় ভাঙে শরীর ও মন।
কখনও হাস্যজ্জোলে ভরে ওঠে ক্ষনিক মূহুর্ত।
এইতো খেলা শুরু হলো আনন্দ উল্লাসে;
আবার শেষ হলো
কারো কান্নায়, কারও হাসিতে।
জীবনটা কিছু নয়
শুধুই শুরু আর শেষ
মাঝখানে কেবল ঘোলা,
ধোয়া, ধুসর আর শূন্যতা।