জীবনটা চলছে

জীবনটা চলছে দমে দমে হরদম
ভালা-মন্দ জানিনা,
রাতদিন পথেঘাটে চলছি তো চলছি
কি হবে কি হবেনা, কিছুই তো মানিনা।

গতিময় জীবনের গতিপথ-গতিবেগ
বুঝেও তো বুঝিনা।
প্রকৃতির দাসত্বে দাসী মোরা সকলে
যত বলি- আমার আমি
আসলে তা কিছুনা।


জীবনটা চলছে দমে দমে হরদম
দম বুঝি থেমে যায়
থাকি সদা সাবধান।

দম যদি থেমে যায়
আহাজারি হায় হায়
ভালো মন্দের বিচার তখন
মুখে মুখে রটে যায়।

জীবনটা চলছে দমে দমে হরদম
কি আছে, আর কি নেই;
তাই ভাবি সারাক্ষণ।