কেউ তোমাকে ভালোবাসুক আর না বাসুক তোমার জীবনের সময় কেটে যাবে অবলীলায়।
কখনও দুঃখ কষ্ট পেতে পেতে একটা সময় দিশেহারা হতে পার,
রাতের পর রাত ঘুম হবে না,
জোর করে মুখে খাবার দিলেও
খেতে ইচ্ছে করবে না।
স্বপ্নের জালটা ছিড়ে টুকরো টুকরো হতে পারে।
চোখের সামনের আকাশটা আবছা কুয়াশায় ঢেকে যেতে পারে।
ভাবনার পান্ডুলিপিটায় হাজারও শব্দ আনাগোনা করত পারে সারাক্ষণ।
নানা জল্পনা কল্পনা ঘিরে ঘিরে মস্তিষ্কটা কুঁড়ে কুঁড়ে খাবে।
অবসন্ন শরীরে কখনও উঠে দাঁড়াবে কখনও ধপাস করে মাটিতে লুটিয়ে পড়বে।
কেউ কেউ তোমাকে বুঝতে পারলেও কোন সান্ত্বনার বাণী মস্তিষ্ক ধারণ করতে পারবে না। আসলে জীবনটা এমনই, নদী যেমন কঠিন পাহাড়ে জন্ম নিয়ে পাথরে আছার খেতে খেতে নরম কাদা জল মেখে বাঁকে বাঁকে মিলিয়ে যায় গহীন অতলান্তিকে। সুখ দুঃখের বেড়াজালে বন্দী জীবনটা যেন বুঝে-ও মন বুঝতে চায় না। সুখের সময়টুক নিতান্তই কম। এই সামান্য সময়ের জন্য দীর্ঘক্ষণ দুঃখের সাথে লড়াই করতে করতে একটুকরো সুখ চলে আসে। কখনও কখনও এই সুখকে ফ্রেমে বাঁধা হয়। যাতে কিনা এই স্মৃতি চারণকে আকরে ধরে দুঃখকে ভুলে থাকা যায়।
কেউ তোমাকে ভালো বাসুক না বাসুক জীবনের সময়টা কেটে যাবে অবলীলায়;
ভালো কিংবা মন্দে, দুঃখ কিংবা সুখে।