জীবনের বারোটা মাস

আহা! কখনও কি ভাবা যায়
ছত্রিশটি বছর কিভাবে পাড় হলো।
চারশ সাতাশটি মাস,
তের হাজার একশত সতেরটি দিন
কি করে যে হারিয়ে গেল।
ভাবাই যায়না।
কত প্রাপ্তি -অপ্রাপ্তির দোলাচলে
দিন-মাস-বছরগুলো
পেরতে পেরতে আজ এসে গেছি
এই সীমানায়।
শেষ সীমায় পৌছাতে গিয়ে
আর কি পাব, না পাব কিছুই জানিনা,
শুধু চলতে হবে সচল কিংবা অচলে
এতটুই জানি কেবল।
জীবনের বারটা মাস
ক্ষয়িষ্ণু সময়ের হাত ধরে
পার হওয়া মানে বেঁচে থাকা।
তাই সুখে কিংবা দুখে
নিদ্রা কিংবা জাগরণে
পার করছি সময়
কিছু স্মৃতি,কিছু বিস্মৃতির অতলে হারিয়ে।