৩০/০৭/২০২৩
জীবনটা হলো ঋতু চক্রের মতো
কখনো শীতের দৈন্যতা গ্রাস করে
কখনো প্রচন্ড তাপদাহে পুড়ে যায়
কখনো শ্রাবণ ধারায় ভিজিয়ে দেয়
কখনো স্বপ্নের সাদা মেঘে
ভেসে ভেসে উড়ে যায় দূর অজানায়।
কখনো হলুদ গাঁদার গন্ধ নেয়
কখনো বসন্তের মৃদু মলয়ে
গন্ধে গন্ধে সুরে সুরে
নিজেকে মিলিয়ে নেয়।
ভালো -মন্দে, সুখে-দুঃখে
জীবনের শেষ সীমানায়।
জীবন সময়ের চক্রে
প্রতিনিয়ত এমনই ঘুরপাক খায়।