জানি
আমি অনেক কিছু জানি-
কাঁদতে জানি
কাঁদাতে জানি
হাসতে জানি
হাসাতে জানি
রাগতে জানি
রাগাতে জানি
ভালোবাসতে জানি
ভালোবাসা পেতে জানি
দুঃখ দিতে জানি
দুঃখ পেতেও জানি
স্বপ্ন দেখতে জানি
স্বপ্ন দেখাতে জানি।
আমি জানি
আমি মানুষ শ্রেষ্ঠ সবার।
আমি এক আত্মপক্ষ সমর্থনকারী
শ্রেষ্ঠ জীব এই নশ্বর পৃথিবীর।