সেই কবে থেকে তোমার ভালোবাসায়
জড়িয়ে গেছি তা নিজেই জানি না,
তুমি জানবে কি করে!
তোমার শান্ত সমাহিত পদচারণ
হাস্যজ্জল মৃদুস্বর
আমাকে বড়ো বিমোহিত করত প্রতিনিয়ত।
তোমার দুটি চোখ
মায়াবী চোখের চাহনি
আমাকে তোমার মায়াজালে
আটকে দিয়েছিল সেই কবে -
তা নিজেই জানি না,
তুমি জানবে কি করে!
তোমার দুটি হাত
হাতের স্পর্শ অনুভব
আমাকে বারবার শিহরিত করত
তোমাকে দেখে তোমাকে ভেবে
আমার মন প্রাণ ভালোবাসায় কতটা
বিভোর হতো
তা নিজেই জানি না,
তুমি জানবে কি করে!