তুমি যদি আমায় ভালোবাসো
তোমায় মোটা পাড়ের শাড়ি এনে দেব
লাল রঙের আলতা
সাদা রঙের পাউডার
গোলাপি রঙের লিপস্টিক
মেরুন রঙের নেইল পালিস
কালো রঙের কাজল
নীল রঙের টিপ
হলদে রঙের ফেসিয়াল ক্রীম
নানান রঙের মেকাপ
সবুজ রঙের চুলের ফিতা
সোনালি রঙের চুড়ি, নথ,দুল, টিকলি
আর রূপালি রঙের পায়েল
সবকিছু কিছুই এনে দেব।
তুমি যদি আমায় ভালোবাসো
তোমায় সাজঘর বানিয়ে দেব
দোলবার জন্য দোলনা এনে দিব
ঘুমানোর জন্য ময়ূরপঙ্খী খাটিয়া দেব
পাশে ঝারবাতি ঝুলিয়ে দেব
ঘরের পাশে ফুলের বাগান বানিয়ে দেব
চাঁদের আলো আর দখিনা বাতাস পেতে
বাগানে বসার জায়গা করে দেব।
তুমি যদি আমায় ভালোবাসো
তুমি যা যা চাইবে
সব এনে দেব হাতের কাছে।