হয়তোবা
তুমি আমাকে বিশ্বাস করো
তুমি আমাকে ভালোবাসো।
হয়তোবা
তুমি একদিন আমাকে নিয়ে
সুখী হতে চেয়েছিলে।
আজ কেন?
অবিশ্বাস, ঘৃণা, অশান্তির
তাপদাহে দগ্ধ হচ্ছো।
কি স্বার্থ লুকায়িত ছিল
তোমার মনের কোনে?
ঠকাবে ভেবেছিলে!
এই পৃথিবীতে কে কাকে ঠকাতে পারে
শুধু সময় ছাড়া।
ওই তো একমাত্র সাক্ষীদাতা।
ওই তো কষ্ট আর ভালোবাসাকে
ভাগাভাগি করে নেয়।
ভালোবাসার রদবদল হয় কিসের জন্য,
হয়তোবা
তাও ভালোবাসার জন্য
ভালো থাকার জন্য।
অহংকার, আভিজাত্য
ভালোবাসার ঘোর শত্রু।
এগুলো বাসা বাধলে
ভালোবাসাও ভেঙে যায়।
হয়তোবা!