২৭/০৩/২০২৩

এক লং জার্নিতে বাসে যাচ্ছি
হঠাৎ বাসের জানালার গ্লাসে
একখানা ছবি ভেসে উঠলো।
প্রথমতঃ চোখ দুটি আবিষ্ট করল,
বারবার লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলাম।
সুনয়না বলা যায় বৈকি,
যাকে দেখে চোখ অন্য দিকে ফেরানো যায় না।
নিমিষেই এক আবেগি মমতায় জড়িয়ে গেলাম,
মুখে কোন কথা নেই
চোখের ভাষা দিয়েই ভাব বিনিময় চলল অনেকক্ষণ
চলার পথে ক্ষণিকের সুখ অনুভূতি
ভালবাসা যে নির্বাকও হতে পারে
তা কেবল আজই টের পেলাম।
দুই জোড়া চোখের মাঝে গ্লাসটা
কি যে অদ্ভুত রকম ভালোবাসার
সেতুবন্ধন গড়েছে বুঝে উঠতে পারিনি।
গাড়ি চলছে গন্তব্যে
সবাই যার যার মতো করে আছে
আমরাও আমাদের মতো করে
ভালোবাসা নিয়ে চললাম,
অবশেষে পৌছালাম
সেই গ্লাসেই হাতটা উঁচিয়ে
একটু নেড়ে  শব্দহীন বিদায় জানালাম
সেও অবনত মস্তকে কম্পমান ঠোঁটের সাথে মাথা নেড়ে বিদায় জানাল
সমাপ্ত হলো হঠাৎ দেখায়
হঠাৎ ভালোবাসা।