হিসেব করে ভালোবাসা যায়না,
ভালোবাসা নিছক এক অনুভূতি মাত্র।
ভালোবাসা বয়স, সময়, জাত-ধর্ম কিছুই মানেনা।
শুধু একতরফা লেনদেন করে দুটি মন আবেগে জড়িয়ে থাকে সারাক্ষণ।
ভাল-মন্দ, ন্যায়-অন্যায়
শাসন- শোষণ তুচ্ছজ্ঞানে বাধাহীন
জীবনের পথ পরিক্রমায় ছুটে চলে কালান্তর।
হিসেব করে ভালোবাসা যায়না;
সুখ-দু:খ, হাসি-কান্না
এর সত্বায় মিশে থাকে অবিরত।
যদিও সুখকে ধারণ করেই চলে
ভালোবাসার প্রথম পদচারণা
তবুও দীর্ঘ জীবনের পথ পরিক্রমায়
মেনে নিতে হয় অনেক কিছুই।