প্রতিটা হারানোর পরে
নিজেকে অন্য রকম লাগে।
কখনো একাকীত্বের খুব অসহায়ত্ব,
কখনো না পাওয়ার বিদীর্ণ কষ্ট,
পুরানো স্মৃতির অসহ্য যন্ত্রণা।
বিশাল কষ্টের মাঝে শূন্য একটুকরো সুখ
বিদঘুটে অন্ধকারের মাঝে
এক ঝলকানি আলোক রশ্মির অভাব।
অনেকের ভীরে থেকেও
কিছুই যেন নেই ;
শূন্য হৃদয়টা হারানোর কষ্টে
পুড়ে পুড়ে ছটফট করে,
হারানোর কষ্ট বড়ো বেদনার।