ঘরে না বাইরে
আমার কিছু কাছের মানুষের সাথে বনিবনা হয়না
আসলে সমস্যা কোথায়!
লাইফ স্টাইল, স্টাটাস সবইতো বুঝি।
সোশাল মিডিয়ার সুন্দর, স্মার্ট সব বন্ধুদের সাথে আমার কথা হয়,
তারা বেশ প্রশংসা করেছেন।
তারা বোধ বুদ্ধি, চরিত্র নিয়ে কথা বলে না।
হয়তো তাদের কাছাকাছি থাকা হয়না
বা তাদের সাথে কোন লেনদেন নেই,
আসলে লেনদেনটাই কি জীবন?
অনেক দক্ষ ও গুণী মানুষের সাথে আমার পরিচয় আছে।
তারা তো বেশ মূল্যায়ন করছে।
কাছের মানুষেরা কি আমার এগুলো পছন্দ করোনা!
আমাকে নিয়ে তারা বিব্রতবোধ করে,
তাদের চাহিদার সবটুকু পূর্ণ করতে চাই
তারপরও কেন এমন হয়?
কাছের মানুষেরা সবাই সময় চায়,
কিন্তু কেউ কেউ তো আমার কাছে
অন্য কিছু চায়।
তাদের আমি কি বলব!
তারা বাঁচতে চায়, সুন্দর একটা পৃথিবী চায়। বাসযোগ্য আবাসভূমি চায়।
আমি কোন দিকে যাবো?
আমার একান্ত ব্যক্তিগত মানুষের চেয়ে
এর বাইরের মানুষের সংখ্যা অনেক বেশি
আমি কোন দিকে যাবো
ঘরে না বাইরে।