আমার ইচ্ছের একটা পাহাড় আছে
শীতল জলের ধার আছে
জল গড়ানোর সোঁতা আছে।
কষ্ট ধুয়ে নামে যখন
তোমারা তাকে ঝর্ণা বলো।
আমি বলি কষ্ট নালা,
যেথায় নামে কষ্ট স্রোত,
ছোট্ট নুড়ি নেয় যে বয়ে
বিছান দেয় পায়ের তলায়
ঝর্ণা নদীর শীতল জলে
দাঁড়াও যখন পাহাড় তলে
কেমন লাগে হিম শীতলে
শরীর মনের অনুভূতি
শিউরে ওঠে মনের মাঝে।
হাতছানিতে কাছে ডাকি
আমার ইচ্ছে পাহাড় দাঁড়িয়ে থাকে
তোমরা দাঁড়াও পাহাড় দেখতে
আমার ইচ্ছে পাহাড় দাঁড়িয়ে থাকে
ইশারা দেয় হাত ছানিতে।
পাথর থেকে হলো পাহাড়
কষ্ট নেবার কষ্ট পাওয়ার
শক্ত মনে দাঁড়িয়ে থাকার
ইচ্ছে হলে ফিরে এসো
নিজেকে ভেঙে বসত গড়ে
থাকবো দু'জন একই নীড়ে।
আমার ইচ্ছে পাহাড়
বেজায় দারুণ
গড়তে পারে সুখের আবাস।