একটি শব্দ স্বাধীনতা
বুকটায় দীর্ঘশ্বাস চলে আসে
বারুদের গন্ধে,
পঁচে গলে যাওয়া লাশের গন্ধে,
শুঁকানো রক্তের ঝাঁঝালো গন্ধে,
ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়েছে।
আজ আমি
মুক্ত আকাশের এক মুক্ত বিহঙ্গ
শুধুই একটি শব্দের খোঁজে
একটি জাতি
রক্ত দিল
ইজ্জত দিল
জীবন দিল।
কত যে প্রয়োজন ছিল
স্বাধীনতা নামক শব্দটির
তা আমরা আজ হয়ত বুঝিনা
যারা পরাধীন ছিল
তারাই বুঝত
যার জন্য তাদের ত্যাগের মহীমায়
আমরা পেয়েছি
একটি শব্দ স্বাধীনতা।